ভিশন ঃ
০১। অনুৎপাদনশীল যুব সমাজকে সুসংগঠিত, সুসৃংখল এবং উৎপাদনমুখি শক্তিকতে রুপান্তর করা।
০২। দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান কিংবা স্ব-কর্মসংস্থানে নিয়োজিত করা।
০৩। জাতীয় উন্নয়ন কর্মকান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করা।
মিশনঃ
ক) উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে যুবদের কর্মসংস্থান ও আত্নকর্মসংস্থানে নিয়োজিত করাসহ দেশের উন্নয়ন প্রক্রিয়ার প্রতিটি স্তরে স্তরে তাদের সম্পৃক্ত করা।
খ) বেকারকারি সেচ্ছাসেবী যুবসংগঠনের মাধ্যমে গোষ্ঠি উন্নয়নে সহায়তা করার জন্য যুবদের বিভিন্ন গুপে সংগঠিত করা।
গ) স্থানীয় পর্যায়ে যুবসংগঠনের সংখ্যা বৃদ্ধি করা এবং অংশগ্রহণমূলক উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।
ঘ) যুবদের গণশিক্ষা কার্যক্রম,দুযোগ ব্যবস্থাপনা ,প্রাথমিক স্বস্থ্য পরিচর্যা,পরিবেশ উন্নয়ন,সম্পদ সংরক্ষণ ইত্যাদি আর্থ-সামাজিক কার্যক্রমেসম্পৃক্তকরণ এবং সমাজবিরোধী কার্যকলাপ, মাদক দ্রব্যের অপব্যবহার এইচআভি/এইডস এবং এসটিডি বিষয়ে সচেতনতা বুদ্ধি করা।
ঙ) যুবদের ক্ষতায়ন এবং সিদ্ধান্ত গ্রহনমূলক প্রক্রিয়ায় অংশগ্রহনে সুযোগদানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস